অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর সিডনিতে মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কমিউনিটি ট্রান্সমিশন ঘটছে। ইতিমধ্যে পাঁচ জনকে শনাক্ত করা হয়েছে, যারা স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। রবিবার (৫ ডিসেম্বর) তথ্যটি নিশ্চিত করেছে নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য কর্তৃপক্ষ। খবর প্রকাশ করেছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, ওমিক্রন শনাক্ত হওয়াদের সঙ্গে সিডনির পশ্চিম শহরতলির দুটি স্কুল এবং একটি ক্লাইম্বিং জিমের সংযুক্ততা রয়েছে। যা অস্ট্রেলিয়ার এই অঞ্চলটিতে ওমিক্রনের উৎস হতে পারে। তথ্যটি জানিয়েছেন নিউ সাউথ ওয়েলসের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কেরি চ্যান্ট।
তিনি বলেন, জায়গাগুলোর সঙ্গে যুক্ত আরও কয়েকটি ক্ষেত্রে জরুরি জিনোম পরীক্ষা চলছে। নিউ সাউথ ওয়েলস রাজ্য এখন পর্যন্ত ১৫ জনের শরীরে ওমিক্রন শনাক্ত করেছে। এ সংখ্যাটা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।