কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের একটি পরিত্যক্ত ঘর থেকে প্রায় এক বছর আগে ‘নিখোঁজ’ রোহিঙ্গা কমিউনিটি নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন- এপিবিএন।
এপিবিএন জানিয়েছে, ক্যাম্পে আধিপত্য বিস্তারের জের ধরে রোহিঙ্গা নেতা সৈয়দ আমীনকে তার প্রতিপক্ষের লোকজন অপহরণ করেছিলেন। পরে মুক্তিপণ না পাওয়ায় তাকে হত্যা করা হয়েছে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খান দ্য ডেইলি স্টারকে গতকাল শনিবার রাত সাড়ে ১০ টায় এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৪ নম্বর হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পের ই-৩ ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইসলাম (২২), একই ব্লকের আব্দুল মোনাফ (২৬) ও মো. ইলিয়াছ (২৮)।
নিহত সৈয়দ আমীন (৪০) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২১ নম্বর চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্পের সি-৪ ব্লকের মৃত মুসা আলীর ছেলে। তিনি চাকমারকূল ২১ নম্বর ক্যাম্পের সি-৪ ব্লকের সহকারী মাঝি ছিলেন।
তিনি জানান, মরদেহ উদ্ধারের পর স্বজনদের খবর দেওয়া হলে সৈয়দ আমীনের স্ত্রী হাসনা বশরী ঘটনাস্থলে এসে কাপড়, মাথার চুল ও কোমরের বেল্ট দেখে স্বামীর মরদেহ শনাক্ত করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এ বিষয়ে মামলা রুজু করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য আজ রোববার সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’