কলিন ডি গ্র্যান্ডহোমের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিন শেষে লড়াইয়ে টিকে আছে স্বাগতিক নিউজিল্যান্ড।
প্রথম ইনিংসে ৯১ রানে পঞ্চম উইকেট পতনের পর ব্যাট হাতে নামেন গ্র্যান্ডহোম। সাত নম্বরে নেমে তার সেঞ্চুরির সুবাদে ২৯৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। সেঞ্চুরি পুর্ন করে ১২০ রানে অপরাজিত থাকেন গ্র্যান্ডহোম । প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৩৬৪ রান।
প্রথম ইনিংস থেকে ৭১ রানের লিডকে সাথে নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৫ উইকেটে ১৪০ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ফলে ৫ উইকেট হাতে নিয়ে ২১১ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।
দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ১৫৭ রান করেছিলো নিউজিল্যান্ড। ফলে ৫ উইকেট হাতে নিয়ে ২০৭ রানে পিছিয়ে ছিলো কিউইরা। ৫৪ রানে গ্র্যান্ডহোম ও ২৯ রানে অপরাজিত ছিলেন ড্যারিল মিচেল।
মিচেল ৬০ রানে থামলেও, ১৩৮ বলে ২৮তম ম্যাচে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ নেন গ্র্যান্ডহোম। শেষ পর্যন্ত ১২০ রানে অপরাজিত থাকেন তিনি। তার ১৫৮ বলের ইনিংসে ১২টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি। ২০১৭ সালে ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন গ্র্যান্ডহোম।
নিউজিল্যান্ডকে ২৯৩ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা ছিলো দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা ও র্মাকো জানসেনের। রাবাদা ৬০ রানে ৫টি ও জানসেন ৯৮ রানে ৪ উইকেট নেন। টেস্ট ক্যারিয়ারে ১১তম বারের মত ৫ বা ততোধিক উইকেট নিলেন রাবাদা। নিউজিল্যান্ডের শেষ দুই ব্যাটারকে শিকার করে হ্যাট্টিকের সম্ভাবনা জাগিয়ে রেখেছেন রাবাদা।
প্রথম ইনিংসে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৩৮ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান সারেল ইরউইকে ৮ ও অধিনায়ক ডিন এলগারকে ১৩ রানে আউট করেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। আর আইডেন মার্করামকে ১৪ রানে বোল্ড করেন ম্যাট হেনরি।
এরপর চতুর্থ উইকেটে ৬৫ রানের জুটি গড়েন রাসি ভ্যান ডার ডুসেন ও তেম্বা বাভুমা। এই দু’জনকে শিকার করে নিউজিল্যান্ডকে লড়াইয়ে রাখেন নিল ওয়াগনার। ডুসেন ৪৫ ও বাভুমা ২৩ রান করেন। কাইল ভেরিনি ২২ ও ওয়াইন মুল্ডার ১০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।
নিউজিল্যান্ডের সাউদি-ওয়াগনার ২টি করে ও হেনরি ১টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
দক্ষিণ আফ্রিকা : ৩৬৪ ও ১৪০/৫, ৫৩ ওভার (ডুসেন ৪৫, বাভুমা ২৩, সাউদি ২/২৮)।
নিউজিল্যান্ড : ২৯৩/১০, ৮০ ওভার (গ্র্যান্ডহোম ১২০*, মিচেল ৬০, রাবাদা ৫/৬০)।