সানি লিওনি নামটার সঙ্গে পরিচিত সারা বিশ্ব। বিখ্যাত পর্ন তারকা থেকে বিগ বসের প্রতিযোগী, এরপর বলিউডে আত্মপ্রকাশ সানির। পর্ণ তারকা কিংবা বলি তারকা, দু’ক্ষেত্রেই সফল ভাবে কাজ করেছেন সানি। তবে বলিউডে অভিষেক হওয়ার আগে সানি পরিচিত মুখ হয়ে ওঠেন রিয়েলিটি শো বিগ বস-এর প্রতিযোগী হিসেবে। ২০১১ সালে বিগ বসের পঞ্চম মরসুমের ৪৯তম দিনে এসে যোগ দেন তিনি। ৯১তম দিনে তিনি শো থেকে বেরিয়ে যান। এর পরই শুরু হয় তাঁর বলিউডে পথচলা।
২০১১ সালে ‘বিগ বস’-এর প্রতিযোগী হিসেব শোরগোল ফেলা সানি বলিউডে পা রাখেন ‘জিসম ২’ ছবির মাধ্যমে। তার পরেও বেশ কিছু ছবিতে লাস্যময়ী ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। একাধিক আইটেম গান, মিউজিক ভিডিয়ো, রিয়েলিটি শো করেছেন তিনি। কাজ করার সুবাদে সানি অনেকের ভালবাসা যেমন পেয়েছেন, তেমন চক্ষুশূলও হয়েছেন অনেকের।
সানি এক ন্যাশনাল সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হয়ে বলেছিলেন, সানির সঙ্গে কাজ করতে ভয় পান অনেক বলিউড অভিনেতা। কিন্তু কেন? বলিউডের বিবাহিত অভিনেতাদের স্ত্রীরা নাকি সন্দেহ করতেন যে, তাঁদের স্বামীরা সানির সঙ্গে কাজ করলে তাঁরা সানির প্রেমে পড়বেন। আর এর ফলে চিড় ধরতে পারে তাঁদের দাম্পত্য জীবনে।
এই কারণে সানির সঙ্গে কাজ করছে শুনে অনেক অভিনেতার স্ত্রী শুটিং চলাকালীন সেটে গিয়েও উপস্থিত হতেন। সানির আক্ষেপ, “আমি যে সব অভিনেতার সঙ্গে কাজ করেছি তাঁদের বেশির ভাগই বিবাহিত। আমি যখন তাঁদের স্ত্রীদের সঙ্গে দেখা করতাম তখন আমি তাঁদের সঙ্গেই বেশি কথা বলতাম। তবুও আমার বিশ্বাস যে, তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগতেন।”
এরপরেই সানির স্পষ্ট জবাব, “আমাকে জানানো হয়েছিল যে, বেশির ভাগ অভিনেতা আমার সঙ্গে কাজ করতে ভয় পান কারণ তাঁরা সবাই বিবাহিত। আমি তাঁদের স্ত্রীদের বলতে চাই যে আমি ওঁদের স্বামীদের চাই না। আমার কাছে আমার নিজের স্বামী আছে। আমি তাকে খুবই ভালবাসি। আমার স্বামী যথেষ্ট আকর্ষণীয়। আমার সমস্ত চাওয়া-পাওয়া সে খুব ভাল ভাবে পূরণ করে। আমার কাছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ স্বামী আছে।”