ছবি: সংগৃহীত

আর মাত্র একদিন পরেই পর্দা উঠবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের। প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ রাজশাহী। 

আর এমন শেষ মুহূর্তে দুঃসংবাদ পেল মিনিস্টার গ্রুপ রাজশাহী।  অনুশীলনে চোট পেয়েছেন দলটির পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।  বোলিংয়ের সময় তার পায়ের গোড়ালিতে চোট লেগেছে।  চোট কতখানি গুরুতর সেটা এখনও জানা যায়নি।  

তবে একদিনেই চোট সেরে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নিতে পারবেন কিনা- তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে মিনিস্টার গ্রুপ রাজশাহী দলের ম্যানেজার হান্নান সরকার জানিয়েছেন, ‘সাইফউদ্দিনের ইনজুরির মাত্রা কেমন সেটা বোঝার চেষ্টা করছেন দলের ফিজিও এবং বিসিবির চিকিৎসকরা।  চোট যত ছোটই হোক তাকে বিশ্রামে থাকতে হবে নিশ্চিত।   দলের ফিজিও এবং বিসিবির চিকিৎসকের পর্যবেক্ষণ আছে সে।  বিসিবির মেডিকেল প্রটোকল অনুযায়ী এখন তার চিকিৎসা চলবে।’

পাঁচ দলের এই টুর্নামেন্টের উদ্বোধন হবে ২৪ নভেম্বর।  টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। 

আরও খবর
আরও
 ইউনিভার্স ট্রিবিউন

About The Author