বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র জাহাঙ্গীর আলম করোনাভাইরাসের সংক্রমণে দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার বেলা ১১টা পর্যন্ত জেলায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ৮ হাজার ৬১৭ জনের। মারা গেছেন ২০২ জন।
বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয় এ বছরের ১ এপ্রিল। এদিকে করোনার ‘দ্বিতীয় ঢেউ’ মোকাবিলায় আজ থেকে বগুড়া শহরের সব দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও মার্কেট রাত আটটার পর বন্ধ থাকবে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা প্রশাসনের পরামর্শে দোকানপাট বন্ধের এই সিদ্ধান্ত হয়েছে বলে বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান জানিয়েছেন।