মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ স্কট অ্যাটলাসের পদত্যাগপত্র সংগ্রহ করেছে। যেখানে লেখা রয়েছে ডিসেম্বরের ১ তারিখ থেকেই পদত্যাগ করছেন তিনি।
ট্রাম্পের আস্থাভাজন হিসেবে পরিচিত স্কট অ্যাটলাস বিভিন্ন সময়ে মাস্ক ব্যবহার এবং অন্যান্য ইস্যুতে উল্টাপাল্টা মন্তব্য করে তিনি গণমাধ্যমে আলোচনায় এসেছিলেন।
ট্রাম্পের উদ্দেশ্যে লেখা পদত্যাগপত্রে স্কট বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছি আমি। এই মহামারীতে আমেরিকানদের জীবন বাঁচানোর একমাত্র লক্ষ্য নিয়ে আমি সর্বোচ্চটা দিয়ে কাজ করেছি।’