Share on facebook
Share on twitter
Share on linkedin
ভারতে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে কেন্দ্র সরকারের দ্বিতীয় দফা আলোচনার প্রস্তাব গ্রহণ করেছেন কৃষক প্রতিনিধিরা। খবর এনডিটিভি।
মঙ্গলবার (১ ডিসেম্বর) কৃষক প্রতিনিধিরা জানিয়েছেন, কেন্দ্র সরকারের সঙ্গে শর্তহীন আলোচনার জন্য প্রস্তুত তারা।
এর আগে, কেন্দ্র সরকারের পক্ষ থেকে দেওয়া আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল বিক্ষোভরত কৃষকরা।
এদিকে, কৃষকদের সঙ্গে আলোচনায় ভারতের কেন্দ্র সরকারের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান জেপি নাড্ডার সঙ্গে মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে বৈঠক করেছেন প্রতিরক্ষামন্ত্রী।
কয়েকটি সরকারি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, আলোচনায় বসে সরকারের শীর্ষ নেতৃত্ব কৃষকদের নতুন কৃষি আইনের ব্যাপারে আশ্বস্ত করবেন।
পাশাপাশি, নতুন কৃষি আইন নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে তাতে কান না দেওয়ার জন্য বিক্ষুব্ধ কৃষকদের দৃষ্টি আকর্ষণ করবেন বলে সূত্রগুলো জানিয়েছে।
অন্যদিকে, ভারতীয় কিষাণ ইউনিয়ন নেতা জগজিৎ সিং এনডিটিভিকে জানিয়েছেন, কৃষকদের পক্ষ থেকে ৩৫ জন প্রতিনিধি কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনায় অংশ নেবেন।
তারা নতুন কৃষি আইন বাতিল এবন ন্যূনতম ভর্তুকির পরিমাণ পুনঃনির্ধারণের জন্য সরকারকে অনুরোধ জানাবেন – বলেও জানান তিনি।
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরও খবর
আরও
ইউনিভার্স ট্রিবিউন
- আল-রাজী কমপ্লেক্স (জি-৪০১-৩ ), ১৬৬-১৬৭, শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মরণি, বিজয়নগর, ঢাকা-১০০০, বাংলাদেশ
- ফোন : +৮৮ ০২ ৫৫১১১৫০১-২
- ফ্যাক্স : +৮৮ ০২ ৫৫১১১৫০৩
- ই-মেল : info.universetribune@gmail.com
- কপিরাইট
- ২০১৯-২০২০ ইউনিভার্স মিডিয়া লিমিটেড
- সর্বস্বত্ব সংরক্ষিত