আর উত্তরে বেশ কড়া করেই জবাব দেন স্বস্তিকা। তন্ময়ের ওই আপত্তিকর টুইটের জবাবে স্বস্তিকা লিখেন ‘আপনার সেই সামর্থ্য নেই স্যার। বিনামূল্যে কেবল কল্পনা করতেই পারেন। এটাই চেষ্টা করুন।’
স্বস্তিকার এমন উত্তরে তার ভক্তরা তার প্রশংসায় মেতেছেন। তেমনি তন্ময় ঘোষকে আক্রমণ করেও বেশ টুইট করছেন তারা।