ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিয়ালমারা সীমান্তে আরিফ (৩০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৫৯ বিজিবি। মঙ্গলবার ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আরিফ ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানার গোলাপগঞ্জ গ্রামের আলীর ছেলে।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, শিয়ালমারা বিওপির একটি টহল দল শিয়ালমারা সীমান্ত এলাকা থেকে মঙ্গলবার বেলা ১১টার দিকে আরিফ নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে। ধারণা কোনো এক সময় সে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে থাকতে পারে এবং সে অপ্রকৃতিস্থ। এ ব্যাপারে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফকে অবগত করা হয়েছে। পরবর্তীতে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে।

Adddd_Logo.png
আরও খবর
আরও
 ইউনিভার্স ট্রিবিউন