৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, শিয়ালমারা বিওপির একটি টহল দল শিয়ালমারা সীমান্ত এলাকা থেকে মঙ্গলবার বেলা ১১টার দিকে আরিফ নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে। ধারণা কোনো এক সময় সে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে থাকতে পারে এবং সে অপ্রকৃতিস্থ। এ ব্যাপারে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফকে অবগত করা হয়েছে। পরবর্তীতে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে।