পিএসজির প্রস্তাব নাকি মনে ধরেছে রামোসের। আর মেসিকে রাজি করাতে পিএসজির অস্ত্র হতে পারেন দলের নতুন কোচ মরিসিও পচেত্তিনো। দুজনই আর্জেন্টাইন। মেসির শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে ফুটবলে হাতেখড়ি পচেত্তিনোর। মেসির কোচ হওয়ার স্বপ্ন তার অনেক দিনের।
মঙ্গলবার ক্লাবের প্রথম সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দিতে হয়েছে পিএসজির কোচকে। অধিকাংশ প্রশ্ন কৌশলে এড়িয়ে গেলেন পচেত্তিনো।
তিনি বলেছেন, নতুন ক্লাবে দ্রুত মানিয়ে নেওয়াই এখন আমার মূল লক্ষ্য। অন্য ক্লাবের খেলোয়াড়দের নিয়ে কথা বলা ঠিক না। তবে বিশ্বের যে কোনো গ্রেট খেলোয়াড়ের জন্যই পিএসজির দুয়ার উন্মুক্ত। সব সময় তাদের স্বাগত জানাতে প্রস্তুত আমরা।