ছবি: সংগৃহীত

নতুন করে শতাধিক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর উত্তরাঞ্চলীয় শহর শিজিয়াজুয়াংয়ে এক কোটি ১০ লাখের বেশি মানুষকে লকডাউনের আওতায় নিয়ে এসেছে চীন।

বাসিন্দারা শহর থেকে কোথাও যেতে পারবেন না এবং স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

 

শুক্রবার বিবিসি’র খবরে বলা হয়েছে, পাঁচ হাজারের বেশি পরীক্ষাকেন্দ্র স্থাপন করা হয়েছে।

যাতে করে সব বাসিন্দার করোনা পরীক্ষা করা সম্ভব হয়। চীনে গত পাঁচ মাসের মধ্যে নতুন শনাক্তের সংখ্যা এটিই সর্বাধিক।

কঠোর পদক্ষেপের মাধ্যমে এমন সংক্রমণ ঠেকিয়ে রাখতে পেরেছে চীন। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে নতুন ক্লাস্টার শনাক্তের পর ব্যাপক হারে পরীক্ষা। এমনকি আকারে তা ক্ষুদ্র হলেও।

আরও খবর
আরও

About The Author