দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হেরে আইপিএল ১৪তম আসরের প্লে অফ থেকেই বিদায়ের শঙ্কায় রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী দল মুম্বাই ইন্ডিয়ান্স।
কঠিন সমীকরণের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে যাওয়া মুম্বাই চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি। ৮ উইকেট হারিয়ে ১২৯ রানে ইনিংস গুটায় মুম্বাই। সহজ টার্গেট তাড়ায় ৫ বল হাতে রেখে ৪ উইকেটে জয় নিশ্চিত করে দিল্লি ক্যাপিটাল।
এই পরাজয়ে প্লে অফের আগেই বিদায়ের পথে মুম্বাই। গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচে জয়ের পাশাপাশি অন্যদেরও বাজেভাবে পরাজয় দেখতে হবে রোহিত শর্মাদের। তাহলেই হয়তো প্লে অফে খেলার সামান্য যে সম্ভাবনা রয়েছে তা জোড়ালো হতে পারে।
চলতি আসরে চেন্নাই সুপার কিংস ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করে। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শনিবারের আগেই প্লে অফ নিশ্চিত করে দিল্লি ক্যাপিটালস। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট।
১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফের পথেই আছে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১২ ম্যাচে ১০ পয়েন্ট করে নিয়ে প্লে অফের স্বপ্ন দেখছে কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস ও রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স।