রাজধানীতে চলছে ‘লাল-সবুজের মহোৎসব ২০২১’। উৎসবের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়ে গেল কয়েক হাজার শিশুর সম্মিলন। অনুষ্ঠানজুড়েই শিশুদের সঙ্গে উপস্থিত ছিলেন অতিথিরা।
গান গেয়ে শিশুদের সঙ্গে একাত্ম হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিক, কয়েক হাজার শিশুদের ‘সারপ্রাইজ গিফট’ দিয়ে তাদের চমকে দেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
এর আগে শিশু-কিশোরদের পরিবেশনায় নৃত্য, গানে মনোমুগ্ধকর পরিবেশনায় উদযাপিত হয় সন্ধ্যাটি। পরিবেশনার পাশাপাশি দর্শক-শোতাও ছিল শিশুরাই। আর এভাবেই বর্ণিল রূপ পায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে হাতিরঝিলের অ্যামফিথিয়েটারে চলমান ‘বিজয়ের ৫০ বছর : লাল-সবুজের মহোৎসব’ শীর্ষক অনুষ্ঠান।
এ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথির বক্তব্য দেন সালমান এফ রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন মেয়র আতিকুল ইসলাম। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস পর্যন্ত চলবে এ আয়োজন।
প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে অনুষ্ঠান।