নতুন প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত ‘শান’ সিনেমাটি আগামী ৭ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। সিনেমায় পূজার বিপরীতে রয়েছেন সিয়াম আহমেদ।
পূজা চেরি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সিনেমার ট্রেলার প্রকাশের পর অনেক মানুষের শুভেচ্ছা পাচ্ছি। তাদের মুগ্ধতার কথা আমাকে অনুপ্রাণিত করেছে। সিয়াম ভাইয়ের সঙ্গে এটা আমার তৃতীয় সিনেমা। আগের ২টি সিনেমা দর্শক পছন্দ করেছে। শান সিনেমাটাও পছন্দ করবে বলে বিশ্বাস করি। আমিও সিনেমাটা দেখার অপেক্ষায় আছি।’
নতুন বছরে এই সিনেমাটি দর্শকদের নিজের উপহার বলেও যোগ করেন পূজা।
শান সিনেমায় ট্রেলারে ভিন্ন লুকে দেখা গেছে পূজাকে। এতে ‘ও দয়াল’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে। গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী ঐশী। রাকিব হাসান রাহুলের কথায় গানটির সুর ও সংগীত করেছেন প্রীতম হাসান।
গানটির দৃশ্যায়নে গ্ল্যামারাস লুকে পূজার উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। সেখানে তাকে দেখা যায় লাইভ কনসার্টে গান গাইতে।