অনলাইন ডেস্ক : প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৩, ১২:০৮ | আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১২:১৮
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন।
রিটার্নিং অফিসারের কার্যালয়ে বাতিল হওয়া এসব প্রার্থী নির্বাচন কমিশনে আপিলেও বৈধতা না পেয়ে গত রবি ও সোমবার এসব আবেদন করেন তাদের পক্ষের আইনজীবীরা।
রবিবার নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা প্রার্থীদের মধ্যে রয়েছেন- রাজবাড়ী সদরের স্বপন কুমার সরকার, নেত্রকোনা-২ আসনের সুব্রত চন্দ্র সরকার, টাঙ্গাইল সদরের খন্দকার আহসান হাবিব, নারায়ণগঞ্জ সদরের জয়নাল আবেদীন, নরসিংদী-৫ আসনের মুহম্মদ খাইরুল বাশার লাভলু, ঢাকা-১৫ এর মো. মোস্তফা জামাল, জয়পুরহাটের সুলতান মাহমুদ, সিলেট-৩ আসনের জাকির হোসেন, নেত্রকোনা-৫ মো. শামীম মিয়া, শরীয়তপুর-৩ নূর মোহাম্মদ মিয়া, নরসিংদী-৫ আসনের মোহাম্মদ আমিনুল ইসলাম, সাভারের সোহেল রানা।
সোমবার রিট করেছেন- মুন্সিগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী জয়নাল আবেদীন, ঝিনাইদহ সদরের বিএনআরপির প্রার্থী মো. ইউসুফ পারভেজ, কক্সবাজার-৩ আসনের বাংলাদেশ সুপ্রিম পার্টির নুরুল আলম, কক্সবাজার-১ আসনের চৌধুরী এবাত নুর, চট্টগ্রাম- ৬ আসনের নুরুল করিম আফসার, ঢাকা-১০ এস এম আশিক বিল্লাহ। পটুয়াখালী-৩ সালমা আক্তার শিল্পী, পাবনা-১ আসনের অধ্যাপক আবু সাঈদ, টাঙ্গাইল-৭ মীর এনায়েত হোসেন মন্টু, যশোর-৬ হোসাইন মোহাম্মদ ইসলাম, পটুয়াখালী-২ এস এম এনায়েত করিম, চাঁদপুর-৫ মো. শাহানাজ ব্যপারী।
হাইকোর্টের একাধিক দ্বৈত বেঞ্চে রিটের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।