মঙ্গলবার (১ ডিসেম্বর) কৃষক প্রতিনিধিরা জানিয়েছেন, কেন্দ্র সরকারের সঙ্গে শর্তহীন আলোচনার জন্য প্রস্তুত তারা।
এর আগে, কেন্দ্র সরকারের পক্ষ থেকে দেওয়া আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল বিক্ষোভরত কৃষকরা।
এদিকে, কৃষকদের সঙ্গে আলোচনায় ভারতের কেন্দ্র সরকারের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান জেপি নাড্ডার সঙ্গে মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে বৈঠক করেছেন প্রতিরক্ষামন্ত্রী।