জাতিসংঘের নতুন এক গবেষণা রিপোর্ট মতে, করোনাভাইরাস মহামারীর কারণে কার্বন নিঃসরণে পতনের পরও চলতি শতাব্দীতে বৈশ্বিক উষ্ণতা কয়েক ডিগ্রি বৃদ্ধির পথে অব্যাহত গতিতে এগোচ্ছে। এতে বিশ্বের দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলো আরও প্রাকৃতিক দুর্যোগ ও বাস্তুচ্যুতির শঙ্কায় আছে।
অক্সফামের এক বিশ্লেষণে দেখা গেছে, ১৯৯০ থেকে ২০১৫ সালের মধ্যে বার্ষিক নিঃসরণ ৬০ শতাংশ বেড়েছে। বিশ্বের কার্বন নিঃসরণের এক-তৃতীয়াংশের জন্য দায়ী ধনী দেশগুলো। অক্সফামের জন্য পরিচালিত এক গবেষণায় স্টকহোম এনভায়রনমেন্ট ইন্সটিটিউট বলছে, ১৯৯০-পরবর্তী সময়ে ৯ শতাংশ কার্বন নিঃসরণ করেছে ১ শতাংশ ব্যক্তি বা ছয় কোটি ৩০ লাখ মানুষ। এই ১ শতাংশ মানুষের কার্বন নিঃসরণের পরিমাণ বিশ্বের অর্ধেক দরিদ্র জনগেষ্ঠীর নিঃসরণের চেয়ে তিন গুণ বেশি। ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি মোতাবেক বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে সম্মত হয়েছেন বিশ্বনেতারা।