তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে চাইনিজ গায়ক ও অভিনেতা জ্যাকসন ইয়ের। তৃতীয় থাইল্যান্ডের অভিনেত্রী দাভিকা হর্নে আর চতুর্থ অবস্থানে অমিতাভ বচ্চন। এছাড়া বলিউড তারকাদের মধ্যে রয়েছেন অক্ষয় কুমার, শাহরুখ খান, রণবীর সিং, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, শ্রেয়া ঘোষাল, শহীদ কাপুর, রণবীর সিং, ঋত্বিক রোশন, মাধুরীসহ বেশ কয়েকজন। তালিকায় রয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান, গায়ক আতিফ আসলামও।
আরও রয়েছে অস্ট্রেলীয় অভিনেতা ক্রিস হেমসওর্থ, হংকংয়ের অভিনেতা ডনি ইয়েনের নাম।
এ তালিকায় তারকাদের প্রসঙ্গে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এই তারকাদের শক্তিশালী উপস্থিতি তাঁদের পর্দা ও মঞ্চে আরও জনপ্রিয় করে তুলেছে। এ ছাড়া কোভিড–১৯ পরিস্থিতিতে যখন সবকিছু বন্ধ, তখন এই তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত–অনুরাগীদের সচেতন ও আশাবাদী হতে সাহায্য করেছেন।