এই জুটির আগমণে মুখরিত হয়ে ওঠে ‘মুক্তি’ সিনেমার অনুষ্ঠান। অনন্ত জলিল এসময় পরিচালক ইফতেখার চৌধুরীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘১০ বছর ইফতেখার ভাইয়ের সঙ্গে আমার একটা ভুল বোঝাবুঝি ছিল, এটা মিডিয়ার অনেকেই জানেন। যে কারণে এতদিন আমাদের আর কাজ করা হয়নি। ১০ বছর পরে আমরা আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বড় অনুষ্ঠান করে বিষয়টি সবাইকে জানাবো।
জলিল আরও বলেন, ইফতেখার ভাইয়ের বড় যোগ্যতা হলো- তিনি একসঙ্গে সব বিষয়ে পারদর্শী। তিনি ক্যামেরা বোঝেন, অ্যাকশন বোঝেন, গ্রাফিক্স বোঝেন, নিজে এডিট করতে পারেন। তাছাড়া স্ক্রিপ্টও লেখেন। সাধারণত একজন পরিচালক এতকিছু একসঙ্গে করতে পারেন না। তিনি এবার প্রযোজনায় এসেছেন। তার লগ্নি করা অর্থ যেন ফেরত আসে সেজন্য তার পাশে থাকবেন সবাই।’
অভিনেত্রী বর্ষা বলেন, ‘১২ বছর আগে ঠিক এভাবেই ইফতেখার চৌধুরী আমাকেও সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। সবসময় বিষয়টি মনে রেখেছি। ‘মুক্তি’ সিনেমার জন্য রাজ রিপাকে আজকে যেমন পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। তাকে এখানে এসেই দেখলাম। তার জন্য রইলো শুভ কামনা।’
ছবিটির প্রযোজক ইফতেখার চৌধুরী বলেন, ‘সিনেমাটির জন্য নিজেকে প্রস্তুত করতে রিপা অনেক কষ্ট করেছেন এবং এখনও করে চলেছেন। ফাইট, রাইডিং থেকে শুরু করে অনেক কিছুই শিখতে হয়েছে তাকে। আমার বিশ্বাস রিপা ভালোভাবে নিজেকে পর্দায় তুলে ধরবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
অনুষ্ঠানে ‘মুক্তি’র জন্য শুভকামনা নিয়ে আরও এসেছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, গায়িকা ঐশী, গায়ক নোবেলসহ অনেকে।
এদিকে, ‘মুক্তি’ সিনেমার গল্প থেকে জানা যায়- মুক্তি নামে নোয়াখালীর এক তরুণী, যে কিনা জীবনের জন্য সংগ্রাম করে যাচ্ছেন। মুখ্য এই চরিত্রে অভিনয় করছেন রিপা। পর্দায় তার সঙ্গে মোট ৯ জন নায়ককে দেখা যাবে। তারা হলেন- আনিসুর রহমান মিলন, রাশেদ মামুন অপু, আমান রেজা, কায়েস আরজু, আদর আজাদ, সাইফ খান, ক্রিস্টিয়ানো তন্ময়, আরেফিন জিলানি ও খিজির হায়াত খান।