টলিপাড়ার অন্দরে কান পাতলেই একটাই খবর বিবাহিত সাংসদ–অভিনেত্রীর নুসরত জাহানের প্রেমে পড়েছেন টলি অভিনেতা যশ দাশগুপ্ত।
ব্যক্তিগত জীবন যখন পাবলিকের বিনোদনের রসদ তখনই নয়া সুর চড়ালেন টলি অভিনেতা যশ। জল্পনা উস্কে গিটারে সুর তুললেন অভিনেতা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বেলা চাও–এর সুরে জল্পনায় যেন শিলমোহর দিলেন যশ। এখানেই শেষ নয়, ক্যাপশনে লিখেছেন, ‘মানি হাইস্ট‘ ওয়েব সিরিজের বিখ্যাত সংলাপ ‘প্রেম সময় দেখে হয় না, তবে একবার হয়ে গেলে সেটাকে চুটিয়ে উপভোগ করতে হয়।‘ এই সুরে গিটারে তাল মিলিয়েই সবটা যেন আরও একবার মিলিয়ে দিলেন যশ।