আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অনিয়ম করে যারা প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠিয়েছেন বা পাঠাবেন, তাদের বিরুদ্ধে খোঁজ-খবর নেওয়া হচ্ছে, প্রমাণ পাওয়ামাত্রই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি শুক্রবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এ কথা জানান।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবারও স্মরণ করে দিয়ে বলেন, কোনো বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হবে না এবং এবারও যারা বিদ্রোহী প্রার্থী হবেন, তাদের ভবিষ্যতে কোনো পদপদবি বা মনোনয়ন দেওয়া হবে না।