ইউনিভার্স ট্রিবিউন অনলাইন ডেস্ক প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩, ১১:০১ | আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১১:৩৯
চীনের চান্দ্র নববর্ষের দিন রোববার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মন্টেরি পার্ক এলাকায় ড্যান্স ক্লাবে গুলি চালিয়ে ১০ জনকে হত্যা ও আরও ১০ জনকে আহত করার প্রায় ১২ ঘণ্টা পর বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, পুলিশ ঘিরে ধরার পর ৭২ বছর বয়সী বন্দুকধারী আত্মহননের পথ বেছে নেন, যিনি প্রথম হামলার কয়েক মিনিটের মাথায় আরেকটি ক্লাবে নির্বিচার গুলি চালাতে চেয়েছিলেন, তবে দুই পথচারী ধস্তাধস্তি করে বন্দুক কেড়ে নেয়ায় হামলাকারী আর গুলি চালাতে পারেননি। হামলার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান বন্দুকধারী।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা জানান, লস অ্যাঞ্জেলেসের প্রাণকেন্দ্র থেকে প্রায় ১১ কিলোমিটার পূর্বে ড্যান্স ক্লাবের বলরুমে উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন থাকা একটি পিস্তল নিয়ে হামলা চালান সত্তরোর্ধ্ব হু ক্যান ট্র্যান।
কী কারণে হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানতে পারেননি তদন্তকারীরা। যদিও যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা নিত্যকার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
কাউন্টি শেরিফ লুনা নিহত কারও সুনির্দিষ্ট পরিচয় জানাতে পারেননি। তার ভাষ্য, প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে পাঁচ পুরুষ ও পাঁচ নারী রয়েছেন, যাদের দৃশ্যত পঞ্চাশোর্ধ্ব, ষাটোর্ধ্ব বা তার বেশি বয়সী মনে হয়েছে।
শেরিফ আরও জানান, ট্র্যান যে পিস্তলটি ব্যবহার করেছেন, সেটি ক্যালিফোর্নিয়ায় অবৈধ মনে হচ্ছে। অঙ্গরাজ্যটিতে ১০টির বেশি গুলি ধারণক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন রাখা অবৈধ।