
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব হল আগামী ১৭ অক্টোবর খুলে দেওয়া হবে এবং ২০ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু হবে। পাশাপাশি কোভিড-১৯ মহামারীর কারণে শিক্ষার ক্ষতি কাটিয়ে উঠতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের পূর্বনির্ধারিত আগামী জানুয়ারি ২ থেকে ১৩ তারিখ পর্যন্ত ১২ দিনের শীতকালীন এবং ১৩ থেকে ৩০ জুন পর্যন্ত ১৮ দিনের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে।
গত বৃহস্পতিবার শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ২৫৪তম সভায় বিষয়টি আলোচিত হয় এবং শনিবার এ সব সিদ্ধান্ত গ্রহণের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার।
সভায় উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, সকল অনুষদ অধিকর্তাবৃন্দ, বিভাগ ও ইনস্টিটিউট সমূহের প্রফেসরবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউটের পরিচালকসহ আচার্য মনোনীত কলেজ অধ্যক্ষ ও শিক্ষাবিদ এবং শিক্ষক নির্বাচিত শিক্ষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।