গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে নিয়ে চিকিৎসা নিশ্চিতের দাবিতে সমাবেশ করছে জাতীয়তাবাদী যুবদল। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের
সামনে সমাবেশ শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে রাজধানী এবং এর আশপাশের এলাকা থেকে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও যোগ দিয়েছেন।
নেতাকর্মীরা অনতিবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সমাবেশ ঘিরে রেখেছে।
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।
যুবদল সভাপতি সাইফুল ইসলাম নীরবের সভাপতিত্বে সমাবেশে যুবদলের সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদরু, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত রয়েছেন।
খালেদা জিয়ার চিকিৎসা দাবিতে বুধবার এক যৌথসভা শেষে লাগাতার কর্মসূচি ঘোষণা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।