মহান বিজয়ের মাসের প্রথম প্রহরে শিখা চিরন্তনে মোমবাতি প্রজ্জ্বলন ও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
মঙ্গলবার দিবাগত রাত ১২টা এক মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে সংগঠনের নেতাকর্মীরা শপথ বাক্য পাঠ করেন। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর নেতৃত্বে এসময় কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।