ফিলিপাইনে সুপার টাইফুন ‘রাই’–এর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৫ জনে দাঁড়িয়েছে।
বিবিসি জানায়, গত বৃহস্পতিবার ফিলিপাইনে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এ কারণে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপগুলো থেকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছেন ৩ লাখেরও বেশি মানুষ।
ঘূর্ণিঝড়টি যেসব এলাকায় আঘাত হেনেছে, সেসব এলাকার ছবি ও ভিডিও ফুটেজে ব্যাপক ক্ষয়ক্ষতি ধরা পড়েছে।
এতে অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ কারণে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা কঠিন হয়ে পড়েছে।
দেশটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র বোহোলের গভর্নর আর্থার ইয়াপ আজ রোববার জানিয়েছেন, তার অঞ্চলের অর্ধেকেরও কম মেয়র (৪৮ জন) এখন পর্যন্ত যোগাযোগ করতে সক্ষম হয়েছেন।