ইউনিভার্স ট্রিবিউন অনলাইন ডেস্ক প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩, ১১:৫৩ | আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১১:৫৩
এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। টিভি ও ওটিটি প্ল্যাটফর্মে অভিনয়ের মাধ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।
শুধু দেশেই নয়, ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ও ‘কারাগার’ নামে দুটি ওয়েব সিরিজে অভিনয় করে ভারতীয় দর্শকেরও মন কেড়েছেন এ অভিনেত্রী।
তার রেশ ধরেই কলকাতার সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান। এরই মধ্যে একটি সিনেমার কাজও শেষ করেছেন তিনি।
নাম ‘আরও এক পৃথিবী’। এটি পরিচালনা করেন অতনু ঘোষ। সম্প্রতি সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে।
আগামী ৩ ফেব্রুয়ারি কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে আসছে তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা ‘আরও এক পৃথিবী’।
বর্তমানে সিনেমাটির প্রচারে অংশ নিতে কলকাতায় অবস্থান করছেন এ অভিনেত্রী।
তিনি বলেন, “ওয়েব সিরিজে আমার অভিনয় দেখে ‘আরও এক পৃথিবী’ সিনেমার পরিচালক অতনু ঘোষ যোগাযোগ করেন। সিনেমার গল্প ও চরিত্র ভালোলাগায় আমিও কাজ শুরু করি। এ সিনেমায় আমার চরিত্রের নাম ‘প্রতীক্ষা’।
এতে আমার সংলাপ নয় বরং মুখের অভিব্যক্তির ওপর বেশ জোর দিতে হয়েছিল। আমার বিশ্বাস, সিনেমাটি দর্শকের ভালোলাগবে।’ এদিকে এ অভিনেত্রীর একাধিক একক নাটক টেলিভিশন ও ইউটিউবে প্রচারের অপেক্ষায় রয়েছে।