ইউনিভার্স ট্রিবিউন অনলাইন ডেস্ক প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩, ২২:৪৫ | আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ২২:৪৫
হলিউড অভিনেত্রী ব্রুক শিল্ডস মোহনীয় রূপ আর অভিনয় দিয়ে সবার মন কেড়ে নিয়েছেন। ১১ বছর বয়সেই অভিনয় শুরু। তার আগে ১০ বছর বয়সে একটি ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করে সাড়া ফেলে দিয়েছিলেন হলিউডের এই অভিনেত্রী।
তার জীবনে একটি কষ্টের অধ্যায় রয়েছে। সেটি তিনি শেয়ার করেছেন। যেটি নিয়ে তথ্যচিত্র নির্মিত হয়েছে। তথ্যচিত্রটির প্রিমিয়ারে প্রথমবারের ধর্ষণের শিকার হওয়ার ঘটনা প্রকাশ করেন তিনি।
ব্রুক শিল্ডসকে নিয়ে নির্মিত তথ্যচিত্রটির নাম ‘প্রিটি বেবি: ব্রুক শিল্ডস’। শুক্রবার সানডান্স চলচ্চিত্র উৎসবে তথ্যচিত্রটির প্রিমিয়ার হয়। এই প্রিমিয়ার অনুষ্ঠানেই তিনি জানালেন ছোটবেলার সেই ধর্ষণের ঘটনা। তবে ধর্ষকের নাম প্রকাশ করেননি ব্রুক শিল্ডস।
ঘটনার বিস্তারিত জানিয়ে ব্রুক শিল্ডস বলেন, তখন তিনি কলেজ পাস করেছেন মাত্র। সিনেমায় কাজের আশায় এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়।
এরপর অডিশনের কথা বলে তাকে হোটেলরুমে ডেকে নিয়ে যান তিনি; ভেবেছিলেন তাকে নতুন কোনো ছবিতে অভিনয়ের কাজ দেবেন ওই ব্যক্তি। কিন্তু হোটেলরুমে নিয়ে তাকে ধর্ষণ করেন।
ব্রুক আরো জানান, ওই সময় প্রতিবাদ করার মতো সাহস ছিল না তার।
এত বছর পর অভিনেত্রী কেন বিষয়কে সামনে আনলেন এমন প্রশ্নে ব্রুক বলেন, তখনই তিনি এই ঘটনা তার এক বন্ধুকেজানিয়েছিলেন। কিন্তু তখন তারা ভয় পেয়ে গিয়েছিলেন, তাই চুপ করে ছিলেন। এত দিন পর তার এই অভিযোগ আবারও উসকে দিল বিশ্বজুড়ে হওয়া ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনকে।