ইউনিভার্স ট্রিবিউন অনলাইন ডেস্ক : প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৩, ১০:২৭ | আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১০:২৭
শাকিব খানের পর এবার বাংলাদেশে এসেছিলেন জায়েদ খানের নায়িকা হয়ে। কিন্তু এবারের সফর সুখকর হলো না কলকাতার নায়িকা সায়ন্তিকা ব্যানার্জির। প্রযোজকের সঙ্গে দ্বন্দে বাদ পরলেন সিনেমা থেকে। প্রযোজক মনিরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানালেন, ‘ছায়াবাজি’ সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে ভারতীয় এই নায়িকাকে। মিথ্যাচারের কারণে এই বাদ দেওয়ার সিদ্ধান্ত বলে জানান তিনি।
‘ছায়াবাজি’ সিনেমায় অভিনয়ের জন্য গত আগস্টের শেষ দিকে কলকাতা থেকে ঢাকায় আসেন সায়ন্তিকা। ঢাকায় নেমেই শুটিংয়ে কক্সবাজারে ছুটে যান সায়ন্তিকা। শুটিং চলার কয়েক দিন পরই কলকাতার এই নায়িকার সঙ্গে জটিলতা তৈরি হয়। এরপর শুটিং শেষ না করে চলে যান তিনি।
কয়েকদিনের শুটিংয়ে প্রযোজকের প্রায় ৩৫ লাখ টাকা খরচ হয়ে গেছে। তাই তিনি চান এই সিনেমার শুটিং শেষ হোক। তবে সায়ন্তিকাকে নিয়ে তিনি কাজ করতে চান না। প্রযোজক মনিরুল ইসলাম জানান, ‘ছায়াবাজি’ সিনেমায় সায়ন্তিকাকে বাদ দিয়ে তাঁর বদলে দেশি নায়িকা নিয়ে কাজ করবেন। তিনি বলেন, ‘এত মিথ্যাচার আর নিতে পারছি না। এ সিনেমার কাজ আর করব না। যদি করিও, সায়ন্তিকাকে বাদ দিয়ে দেশি শিল্পী নিয়ে নতুন করে এ সিনেমার কাজ শুরু করব।’
‘ছায়াবাজি’ নামে তিনি মূলত একটি ওয়েব সিরিজ বানাতে চেয়েছিলেন। এরপর জায়েদ খানের অনুরোধে পরিকল্পনা বদল করেন তিনি। এরপরই শুরু হয় সিনেমা নিয়ে নানান জটিলতা। এখন অপেক্ষা এই জটিলতা কাটিয়ে আবারও ‘ছায়াবাজি’র শুটিংয়ে ফেরার।