অনলাইন ডেস্ক : প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৩, ১১:৩৫ | আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১১:৩৭
অদ্ভূত পোশাক এবং ফ্যাশনে পিএইচডি করেছেন উরফি জাভেদ। তার ফ্যাশন সেন্স বরাবরই ভ্রু কুঁচকানোর জোগাড় করে নেটিজেনদের।
তার পোশাক দেখে চোখ কপালে ওঠে সবার। মাঝে মাঝে কার্যত সমস্ত সীমা ছাড়িয়ে যাওয়ার জো করেন উরফি। তার কাণ্ড দেখে হাসবেন না কাঁদবেন সেটাই ঠিক করে উঠতে পারেন না নেট নাগরিকরা। এবারও একই কাণ্ড ঘটিয়েছেন উরফি।
উরফি প্রথম লাইমলাইটে আসেন বিগ বস ওটিটিতে অংশ নেওয়ার পর। শোতে তার ভিন্ন ধরণের পোশাক, ফ্যাশন সেন্স নজর কেড়ে নিয়েছিল দর্শকদের। জনপ্রিয়তা পেতে দেরি হয়নি উরফির। তবে এখন তার জনপ্রিয়তা মূলত বিতর্কের কারণে। লাইমলাইট ধরে থাকার উপায় পেয়ে যেতেই সেটার সদ্ব্যবহার করতে দেরি করেননি উরফি। কিন্তু দিনকে দিন তার পোশাকের পরিমাণ যে হারে কমছে তাতে পাকাপাকি ভাবে বিতর্ককেও সঙ্গী করে ফেলেছেন উরফি।
মাঝে মাঝে তিনি এমনি পোশাকে রাস্তায় বেরিয়ে পড়েন যে পথচারীরাই লজ্জায় পড়ে যান। উরফির কারণে কার্যত আমজনতার সম্মান বজায় রাখা দায় হয়ে পড়ে। সম্প্রতি একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। এক ছবি শিকারির অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে ভিডিওটি। সেখানে দেখা যাচ্ছে কালো রঙের একটি প্লেট দিয়ে শরীরের উর্দ্ধাঙ্গ ঢেকেছেন উরফি। প্লেটটি তার ফিগারের মাপ মতোই তৈরি করা। কিন্তু এখানেই শেষ নয়।
প্লেটটির আবার পেটের মাঝখান দিয়ে বেরিয়েছে দুটি সাদা হাত। পিঠ সম্পূর্ণ উন্মুক্ত, নিম্নাঙ্গে পরেছেন একটি ব্যাগি ডেনিম প্যান্ট। গাড়ি থেকে নেমেই পাপারাৎজির ক্যামেরার সামনে পড়েন উরফি। কিন্তু বাধো বাধো ঠেকা তো দূর, দিব্যি সাবলীল ভাবে লেন্সের সামনে পোজ দিতে দেখা যায় তাঁকে। কথাও বলেন ছবি শিকারিদের সঙ্গে। কিন্তু উরফির এমন সাজ দেখে কার্যত বাক্যহারা নেট নাগরিকরা। কেউ লিখেছেন, উরফির মানসিক চিকিৎসা দরকার। আবার কেউ লিখেছেন, এইসব না করলে তো লাইমলাইট পাবেন না, তাই এসব করেই চর্চায় থাকতে চান উরফি।