অনলাইন ডেস্ক : প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১২:০৫
গুঞ্জন ছিল শাকিব খানের পর ঢাকাই চলচ্চিত্রের আরও এক অভিনেতা শরিফুল রাজের সঙ্গে জুটি বাঁধবেন ওপার বাংলার নায়িকা ইধিকা পাল। সেই গুঞ্জনই সত্যি হলো।
হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘কবি’ সিনেমায় তাদেরকে জুটি হিসেবে দেখা যাবে এমনটা গেল কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল। কিন্তু পরিচালক বা প্রযোজনা সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণাই মিলছিল না।
এবার সেই আলোচনার সত্যতা মিলল। ইধিকা পালই হচ্ছেন শরিফুল রাজের ‘কবি’- সিনেমার নায়িকা। এটি হবে এই নায়িকার বাংলাদেশে দ্বিতীয় সিনেমা। ‘কবি’-তে কাজের বিষয়টি নিশ্চিত করেছেন ইধিকা পাল নিজেই।
কবি’ সিনেমার গল্প ভালোবাসা ও অ্যাকশনধর্মী। সিনেমাটির বেশিরভাগ গল্প এগিয়েছে কলকাতা শহরকে ঘিরে। সেখানকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্য ধারণ করা হবে। বর্তমানে ‘কবি’ সিনেমার অভিনয়শিল্পীদের নিয়ে একটা কর্মশালা চলছে কলকাতায়। আগামী দু’একদিনের মধ্যে সিনেমাটির শুটিং শুরু হবে।
শরিফুল রাজ-ইধিকা পাল ছাড়াও ‘কবি’তে অভিনয় করবেন মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখোপাধ্যায়, অনন্যা বিশ্বাসসহ অনেকেই।
শরীফুল রাজ অভিনীত ‘ন ডরাই’, ‘পরান’, ‘হাওয়া’, ‘দামাল’ সিনেমাগুলো দর্শকনন্দিত হয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ওমর’ ও ‘দেয়ালের দেশ’ নামের দু’টি সিনেমা।