অনলাইন ডেস্ক : প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১১ | আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১১
| পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশে স্মার্ট পুলিশ গড়ে তোলার কাজ চলছে। দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে পুলিশ সদস্যরা।
বৃহস্পতিবার রাজারবাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯ বছরে পদার্পণ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, একটি সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ মুখ্য ভূমিকা পালন করেছে।
এর আগে সকালে ‘সেবা ও সদাচার, ডিএমপি’র অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে উপজীব্য করে শুরু হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠা দিবস।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকার দুই মেয়রসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমান নগরবাসীকে শুভেচ্ছা জানান।