ছবি: সংগৃহীত

শুষ্ক মৌসুম আসতেই বেড়েছে বায়ুদূষণ। বরাবরের মতো এবারও বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে অবস্থান করছে ঢাকা। তবে নতুন সংযোজন হয়ে ঢাকার খুব কাছাকাছি অবস্থান করছে গাজীপুর। বায়ুদূষণে কখনো ছাড়িয়ে যাচ্ছে রাজধানীকেও। এ জন্য অনিয়ন্ত্রিত নির্মাণকাজকেই দুষছেন বায়ুবিজ্ঞানীরা। 

অপরদিকে সরকারি ঠিকাদারদের লাগাম টানতে অপারগতার কথা বলছে নিয়ন্ত্রক সংস্থা পরিবেশ অধিদফতর।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর উত্তরা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত দুপুর ১২টায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ধুলার কারণে একটি গাড়ি পার হতেই তৈরি হচ্ছে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। তাই দিনের বেলাতেও জ্বালাতে হচ্ছে হেডলাইট, বলছেন চালকরা। 

স্থানীয়দের অভিযোগ, ভাঙা রাস্তা, আর খোলা পরিবেশে নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণেই এখানে বেড়েছে ধুলার রাজত্ব।

আরও খবর
আরও
 ইউনিভার্স ট্রিবিউন