অপরদিকে সরকারি ঠিকাদারদের লাগাম টানতে অপারগতার কথা বলছে নিয়ন্ত্রক সংস্থা পরিবেশ অধিদফতর।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর উত্তরা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত দুপুর ১২টায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ধুলার কারণে একটি গাড়ি পার হতেই তৈরি হচ্ছে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। তাই দিনের বেলাতেও জ্বালাতে হচ্ছে হেডলাইট, বলছেন চালকরা।