কলকাতা বাংলার জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা। ছবি: সংগৃহীত

কলকাতা বাংলার জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা। এবার বিয়ে করতে যাচ্ছেন তিনি।সম্প্রতি দীর্ঘদিনের বান্ধবী মধুরিমাকে বিয়ে করেছেন কলকাতার আরেক জনপ্রিয় নায়ক অনির্বাণ চ্যাটার্জি।তাদেরকেই শুভেচ্ছা জানাতে গিয়ে ২৯ নভেম্বর নিজের বিয়ের কথাটি জানালেন অঙ্কুশ।

টুইটারে অঙ্কুশ লিখেছেন, ‘তোমাকে দেখে আমি ঠিক করলাম, আমিও সেরে ফেলি। শিগগিরই যোগ দিচ্ছি তোমার দলে। তোমার রিয়াল লাইফের মালতীকে নিয়ে সারাজীবন সুখে থেকো।

অঙ্কুশের দীর্ঘদিনের প্রেম তার বান্ধবী ঐন্দ্রিলার সঙ্গে। তাকেই বিয়ে করতে যাচ্ছেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের একাধিক মিডিয়া। আর এটি ঘটতে যাচ্ছে দ্রুতই।

অন্যদিকে, প্রেমিকার সঙ্গে সম্পর্কের বয়স দীর্ঘদিন হলেও কখনও সিনে পর্দা ভাগাভাগি করা হয়নি নায়কের। এবার সেটাও হবে। প্রথমবারের মতো অঙ্কুশঐন্দ্রিলাকে একসঙ্গে দেখা যাবে রাজা চন্দ পরিচালিতম্যাজিকছবিতে।

Adddd_Logo.png
আরও খবর
আরও
 ইউনিভার্স ট্রিবিউন