অঙ্কুশের দীর্ঘদিনের প্রেম তার বান্ধবী ঐন্দ্রিলার সঙ্গে। তাকেই বিয়ে করতে যাচ্ছেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের একাধিক মিডিয়া। আর এটি ঘটতে যাচ্ছে দ্রুতই।
অন্যদিকে, প্রেমিকার সঙ্গে সম্পর্কের বয়স দীর্ঘদিন হলেও কখনও সিনে পর্দা ভাগাভাগি করা হয়নি নায়কের। এবার সেটাও হবে। প্রথমবারের মতো অঙ্কুশ–ঐন্দ্রিলাকে একসঙ্গে দেখা যাবে রাজা চন্দ পরিচালিত ‘ম্যাজিক’ ছবিতে।