জানা গেছে, আগামী সপ্তাহে রাধে কৃষ্ণ কুমার পরিচালিত এই ছবির শেষ দিকের শুটিং এখানেই হবে।
প্রভাস এরপরই শুরু করবেন ওম রাউত পরিচালিত ‘আদি পুরুষ’ ছবির শুটিং। পৌরাণিক মহাকাব্য রামায়ণ–অনুপ্রাণিত এই ছবিতে রামের ভূমিকায় দেখা যাবে প্রভাসকে। আর লঙ্কাপতি রাবণ হচ্ছেন সাইফ আলী খান।
তার চরিত্রের জন্য এ মুহূর্তে সবাইকে পেছনে ফেলে এগিয়ে আছেন কৃতি শ্যানন।এ ছাড়া আর একটি প্যান ইন্ডিয়ান ছবিতে দেখা যাবে এই দক্ষিণী এই তারকাকে। নাগ অশ্বিনী পরিচালিত এ ছবিতে প্রভাসের বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন।