এদিকে, চীনের মহাকাশযান চাঁদ থেকে দুই কিলোগ্রাম মাটি ও পাথর সংগ্রহ করবে। এখনও যেখানে কোনো মহাকাশযান যায়নি, সেই অঞ্চল থেকে মাটি-পাথর সংগ্রহ করবে চীনা মহাকাশযান ল্যান্ডার।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর চীনই হবে তৃতীয় দেশ, যারা চাঁদ থেকে মাটি-পাথর সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসবে।
চীনের তরফ থেকে জানানো হয়েছে, দুই দিনের মধ্যেই ল্যান্ডার ভেহিকেল তার রোবোটিক হাতের সাহায্যে মাটি-পাথর সংগ্রহ শুরু করবে। তারপর মাটি-পাথর নিয়ে যাবে কক্ষপথে। সেখান থেকে ফিরতি ক্যাপসুল আবার যাত্রা করবে পৃথিবীর দিকে।