সেই পুরুষের গায়ের রং ফরসা কিনা, তা নিয়ে একেবারেই ভাবিত নন তিনি। যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন, তিনি মেহউইশের পছন্দের কথা শুনে তাকে প্রশ্ন করেন, তিনি কি পাকিস্তানের সেই তরুণ রাজনীতিবিদের কথা বলছেন যিনি সম্প্রতি পাকিস্তানের জাতীয় অ্যাসেম্বলির সদস্য হয়েছেন? তা শুনেই পাকিস্তানি অভিনেত্রী জানতে চান, “আপনি কি বিলাওয়ালের কথা বলছেন?”
তার প্রশ্ন শুনে সঞ্চালক অবশ্য জানিয়ে দেন, তিনি বিলাওয়াল ভুট্টো জারদারির কথা বলছেন না। তবুও যদি বিলাওয়ালের সঙ্গেই মেহউইশের বিয়ের কথা ওঠে তাহলে তার সিদ্ধান্ত কী? তার এমন প্রশ্নে পাকিস্তানি অভিনেত্রী নিঃসঙ্কোচে বলেন, বিলাওয়াল সত্যিই সুদর্শন। তাকে তার পছন্দ। প্রসঙ্গত, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির পুত্র বিলাওয়াল ভুট্টো জারদারি কিছুদিন হল রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেছেন।
২০১৯ সালে পাকিস্তানের ‘তকগা-এ-ইমতিয়াজ’ সম্মানে ভূষিত হন মেহউইশ। সেই সময়ই জোরদার হয়ে ওঠে দাউদের সঙ্গে তার সম্পর্কের গুজব। শোনা যায় দাউদের তদবিরেই নাকি ওই সম্মান পেয়েছেন মেহউইশ। এক পাকিস্তানি দৈনিকের দাবি, একটি আইটেম গানে মেহউইশকে নাচতে দেখেই তার প্রেমে পড়ে যান দাউদ। তারপর থেকেই নাকি ওই অভিনেত্রীকে বড় বড় প্রজেক্টে সুযোগ পাইয়ে দিতে শুরু করেন প্রবীণ ডন।