পরনে মিলিটারি প্রিন্টেড প্যান্ট আর সাদা গেঞ্জি। হাতের মুঠো, পায়ের পাতা ম্যাচিং সাদা গ্লাভস আর মোজায় মোড়া। বাড়ির ছাদে মা-বাবার কোলে একরত্তি। গায়ে এসে পড়েছে শীতের নরম রোদ। খুদের সাজ মনে পড়িয়ে দিয়েছে রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভানকে।
পূজা-কুণালও মিলেছেন কালো রঙের পোশাকে। সব মিলিয়ে সত্যিই সুখী পরিবার।
ছেলের নামকরণেও বৈচিত্র্য এনেছেন তারকা দম্পতি। কৃষ্ণ আর শিব মিলেমিশে একাকার ‘কৃশিব’ নামে। ক্যাপশনে সেই কথা উল্লেখ করেছেন তাঁরা, ‘‘হরে কৃষ্ণ। ওঁ নমঃ শিবায়। আপনাদের মুখোমুখি আমাদের ছেলে কৃশিব।’’