এদিকে একই সময়ে চট্টগ্রাম মহানগর পুলিশসহ (সিএমপি) পুলিশের বিভিন্ন ইউনিট এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা কেউ মানববন্ধন, কেউ বিক্ষোভ মিছিল, কেউ মৌন মিছিল করেন। পরে সবাই শিল্পকলা একাডেমিতে গিয়ে সমবেত হন।
পরে শিল্পকলা একাডেমিতে ‘জাতির পিতার সম্মান, রাখব মোরা অম্লান’—এ স্লোগানে ভাস্কর্যবিরোধীদের প্রতি ঘৃণা প্রকাশ করে একে একে বক্তব্য দেন বিচারকসহ সর্বস্তরের কর্মকর্তারা।
চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেন, মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান, বিভাগীয় কমিশনার মো. ইসমাইল, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, আঞ্চলিক পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক আবু সাঈদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেন বলেন, ‘আমরা বিচারকেরাসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আজ এক হয়েছি। মৌলবাদী গোষ্ঠীকে বুঝিয়ে দিতে চাই যে আমরা একত্র। আমরা সবাই মৌলবাদের বিরুদ্ধে এই ম্যাসেজ দিতে চাই।’