প্রসঙ্গত, পদ্মা সেতু ৩০ হাজার ১৯৩ কোটি টাকার প্রকল্প। এটি বাস্তবায়িত হলে মোংলা বন্দর ও বেনাপোল স্থলবন্দরের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। তাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ১ দশমিক ২ শতাংশ বাড়বে বলে সরকার আশা করছে। পদ্মা সেতু চালু হলে এর সঙ্গে যোগাযোগ স্থাপিত হবে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার।
সম্প্রতি পদ্মা সেতুর সবগুলো স্পেন বসানোর কাজ শেষ হয়। এরপর থেকেই এটি কবে খুলে দেয়া হবে সেটি নিয়ে কৌতুহল দেখা দেয় দেশবাসীর মনে।