ছবি: সংগৃহীত

শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে চুল রুক্ষ ও আগা ফাটার সমস্যা দেখা দেয়। এ সময় চুলের আর্দ্রতা বজায় রাখতে প্রয়োজন বাড়তি যত্ন।

আসুন জেনে নিই এ সময় চুলের যত্নে কী করবেন-

১. এ সময় মাথার ত্বকে নিয়মিত তেল মালিশ করতে হবে। ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় ফলে চুল দ্রুত বাড়ে।

২. প্রয়োজন ছাড়া শ্যাম্পু করবেন না। শ্যাম্পু মাথার ত্বক পরিষ্কার রাখে কিন্তু প্রাকৃতিক তেল শুষে নেয়।

৩. এ সময় আর্দ্রতা রক্ষাকারী শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করা। আবহাওয়া ও চুলের ধরন অনুযায়ী প্রসাধনী ব্যবহার করতে হবে।

৪. শীতকালে সপ্তাহে একবার ‘ডিপ কন্ডিশনিং হেয়ার মাস্ক’ ব্যবহার করুন। আর্গন তেলসমৃদ্ধ চুলের মাস্ক চুলকে আর্দ্র ও মসৃণ রাখতে সহায়তা করে।


৫. তাপীয় যন্ত্র চুলে কম ব্যবহার করুন। বাতাসে চুল শুকানো ভালো।

Logo of TDN 27 12 2020
আরও খবর
আরও