আসুন জেনে নিই এ সময় চুলের যত্নে কী করবেন-
১. এ সময় মাথার ত্বকে নিয়মিত তেল মালিশ করতে হবে। ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় ফলে চুল দ্রুত বাড়ে।
২. প্রয়োজন ছাড়া শ্যাম্পু করবেন না। শ্যাম্পু মাথার ত্বক পরিষ্কার রাখে কিন্তু প্রাকৃতিক তেল শুষে নেয়।
৩. এ সময় আর্দ্রতা রক্ষাকারী শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করা। আবহাওয়া ও চুলের ধরন অনুযায়ী প্রসাধনী ব্যবহার করতে হবে।