ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের টিকা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের বক্তব্য প্রতারণা ছাড়া আর কিছুই নয় বলে মনে করে বিএনপি। 

শনিবার দলটির স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভা হয়। কোভিড-১৯ এর টিকা আমদানির দায়িত্ব বেক্সিমকো গ্রুপকে দেয়ার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় সভায়। 

 

বিএনপি নেতারা বলেন, মানুষের জীবনরক্ষাকারী এই টিকা আমদানির প্রক্রিয়ায় অস্পষ্টতা, স্বজনপ্রীতি ও দুর্নীতির ফলে ভ্যাকসিন পাওয়া অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সরকারের লাভজনক পদে নিয়োগ পাওয়া কোনো ব্যক্তির যিনি আমদানিকারক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, তার এই সম্পৃক্ততা বেআইনি ও অপরাধমূলক। এছাড়া টিকা নিয়ে ভারতীয় হাইকমিশনার ও পররাষ্ট্র সচিবের বক্তব্য বিভ্রান্তি সৃষ্টি করেছে। 

সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

Logo of TDN 27 12 2020
আরও খবর
আরও