গত কয়েক দিনে ব্রাজিল থেকে একাধিক যাত্রী টোকিওতে এসেছেন। তাদের মধ্যে চারজনকে বিমানবন্দরেই আটকানো হয়। সবারই শরীরে করোনাভাইরাস মিলেছে।
বিমানবন্দরেই তাদের আইসোলেশনে পাঠানো হয়। চারজনের মধ্যে শ্বাসের কষ্ট শুরু হলে বছর চল্লিশের এক পুরুষ যাত্রীকে রোববার হাসপাতালে পাঠানো হয়েছে।
বাকি তিনজনকে এখনও আইসোলেশনে রাখা হয়েছে। একজনের গলাব্যথা আছে। অন্য দুজনের সামান্য জ্বর আছে।