Share on facebook
Share on twitter
Share on linkedin
রাজবাড়ীর গোয়ালন্দে যানবাহনের ওজন স্কেলে অতিরিক্ত টাকা না দেওয়ায় কর্তব্যরত আনছার ও ওয়েস্কেলের ওয়েসিটি অপারেটরের হাতে এক ট্রাকচালক ও সহকারী মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ও অন্যান্য সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার রাত ৮টার দিকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থেকে তারা কাঁচাপণ্যবাহী একটি ট্রাক নিয়ে ঢাকায় যাওয়ার পথে গোয়ালন্দ ভূমি অফিস সংলগ্ন ওয়েস্কেলে আসেন। সেখানে কর্তব্যরত আনছার সদস্য মো. রানা হোসেন এবং বিআইডব্লিউটিসির ওয়েসিটি অপারেটর মো. রাজু আহাম্মেদ সরকার নির্ধারিত টাকার চেয়ে অতিরিক্ত টাকা দাবি করেন। বেশি টাকা না দেওয়ার কারণে ট্রাকের চালক জাহাঙ্গীর আলম ও সহকারী আবু সাইদকে বিআইডব্লিউটিসির অফিস রুমে আটক করে মারধর করেন রানা ও অপারেটর রাজু।
ট্রাকের চালক জাহাঙ্গীর আলম ও সহকারী আবু সাইদের চিৎকারে অন্য ট্রাকের চালক-সহকারীরা এগিয়ে এসে উদ্ধার করেন। এ সময় গাড়ি চলাচল বন্ধ হয়ে সড়কে দীর্ঘ সিরিয়ালের সৃষ্টি হয়।
খবর পেয়ে ওয়েস্কেলের পাশে অবস্থিত গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম এবং গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীরের নেতৃত্বে একদল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা অভিযুক্তদের যথাযথ বিচারের আওতায় আনার আশ্বাস দিলে চালকরা সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক করেন।
অভিযোগের বিষয়ে অপারেটর রাজু দাবি করেন, তিনি চালক-সহকারীকে মারধর করেননি। মারামারি ঠেকানোর চেষ্টা করেন।
এ প্রসঙ্গে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহ-ব্যবস্থাপক মো. মাহাবুব হোসেন বলেন, তাদের সাময়িকভাবে দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরও খবর
আরও
- আল-রাজী কমপ্লেক্স (জি-৪০১-৩ ), ১৬৬-১৬৭, শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মরণি, বিজয়নগর, ঢাকা-১০০০, বাংলাদেশ
- ফোন : +৮৮ ০২ ৫৫১১১৫০১-২
- ফ্যাক্স : +৮৮ ০২ ৫৫১১১৫০৩
- ই-মেল : info.universetribune@gmail.com
- প্রকাশকঃ মোহাম্মদ আনারুল ইসলাম
- কপিরাইট
- ২০১৯-২০২০ ইউনিভার্স মিডিয়া লিমিটেড
- সর্বস্বত্ব সংরক্ষিত কপিরাইট