ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ মো. শফিকুল ইসলাম ওরফে কালু (৩৯) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

সোমবার রাতে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শ্মশানঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।  এ সময় তার কাছ থেকে দুটি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক শফিকুল ইসলাম ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মো. মনতাজ আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পল্লী বিদ্যুৎ সমিতি হতে পুরানবাজার যাওয়ার পথে শ্মশানঘাট গেটের সামনে একজনের উপস্থিতি ও গতিবিধি সন্দেহজনক মনে হয়।

এ সময় র‌্যাব সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এর পর তার কাছ থেকে দুটি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আরও খবর