ওআইসি যদি ইসরায়েলি হামলার বিরুদ্ধে এখনই জোরালে অবস্থান না নেয়, তাহলে এই জোট তার নিজের অস্তিত্বকেই বিনষ্ট করবে বলে হুমকি প্রদান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। 

প্রকাশ্যে বা গোপনে যারা ইসরায়েলি রক্তপাতকে সমর্থন দিয়ে যাচ্ছে তাদের সতর্ক করে শুক্রবার (১৪ মে) ভার্চুয়াল সভায় তিনি বলেন, যারা চুপ থেকে কিংবা প্রকাশ্যে ইসরায়েলি রক্তপাতকে সমর্থন দিয়ে যাচ্ছে, জেনে রাখা উচিত, একদিন তাদেরও পালা আসবে। এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। 

তুর্কি প্রেসিডেন্ট বলেন, পুরো দুনিয়া ইসরাইলি ধ্বংসযজ্ঞ উপেক্ষা করে গেলেও তুরস্ক কখনও এটি মেনে নেবে না।

এর আগে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলার মুখে এই দুই নেতা টেলিফোনে কথা বলেন। ফিলিস্তিনিদের রক্ষার জন্য একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী তৈরির বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপ হয় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের। 

এরইমধ্যে শুক্রবার (১৪ মে) গভীর রাতে ৪০ মিনিট ধরে একনাগাড়ে ৪৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে তার বেশির ভাগ গুঁড়িয়ে দিল ইজরায়েলি সেনা। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এক হাজার বোমা এবং গোলাও ছুড়েছে ইসরায়েল। এতে ১৩ ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

‘ইসরায়েলি আগ্রাসন’ এর হাত থেকে ফিলিস্তিনকে রক্ষার জন্য গত তিন দশকেরও বেশি সময় ধরে লড়াই করে চলেছে ইসলামিক সংগঠন হামাস। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মতো দেশ তাদের জঙ্গি সংগঠন বললেও রাশিয়া, চীন ও ইরানের মতো দেশ তাদের দাবিকে সমর্থন করে।

এদিকে গাজা থেকে জীবন বাঁচাতে বাড়িঘর ছাড়ছেন হাজার হাজার ফিলিস্তিনি। জাতিসংঘ জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ১০ হাজার ফিলিস্তিনি নিজেদের বাড়িঘর ছেড়েছে। 

 

সর্বশেষ
আরও খবর