এর আগে গত সপ্তাহে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকারবার্গকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী হয়েছিলেন এলন মাস্ক। এ সপ্তাহেও টেসলার শেয়ারদর ছিলো বাড়তির দিকে। ফলে সপ্তাহ না পেরোতেই ধনকুবের বিল গেটসকে পেছনে ফেলেছেন এলন মাস্ক।
ব্লুমবার্গ বিলিয়নার সূচক বলছে টেসলার শেয়ারদরের উল্লম্ফনে এলন মাস্কের সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১২৭.৯ বিলিয়ন মার্কিন ডলার। উল্লেখ্য, গত এক বছরে এলন মাস্কের আয় হয়েছে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি— যা ব্লুমবার্গ বিলিয়নার সূচক মতে, এ বছরে সর্বোচ্চ আয়।